গাঁজা সেবন করাকে কেন্দ্র করে একই এলাকার দু’পাড়ার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মোঃ কওসার আলী গোলদার জানান, ঘটনার রাতে পার্শ্ববর্তী বান্দিকাটির জোয়াদ্দার পাড়ার অহিদুর, জাহিদ, রুহুল আমিনসহ কয়েকজন যুবক সাইক্লোন শেল্টারের পাশে গাঁজা সেবন করছিল। এ সময় গাজী ও গোলদার পাড়ার জনি, এনামুল, হাবীব, জনি, শামীম ও কামালসহ কয়েকজন যুবক তাদেরকে গাঁজা সেবন বন্ধ করে অন্যত্র সরিয়ে যেতে বলে। এ সময় এদের মধ্যে হাতাহাতিও হয়। পরে জোয়াদ্দার পাড়ার যুবকেরা সঙ্গবদ্ধ হয়ে জনি, এনামুলদের ডেকে নিয়ে তাদের উপর হামলা করে। প্রতিপক্ষ যুবকরা এদের দিকে এলোপাতাড়ী ইট ছুটলে আসাদুলের দোকান থেকে বেরিয়ে আসার সময় যুবকদের ছোড়া ইট সজোরে গিয়ে আতিয়ার রহমানের স্ত্রী রিজিয়া বেগমের মাথায় ও চোখে লাগে। এতে রিজিয়া গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
– মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)