পাইকগাছায় জামায়াত, বিএনপি’র নেতাকর্মীসহ ২৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাত-ভোর পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল্লাহ’র নেতৃত্বে বিজিবি, র্যাব, এসএএফ ও থানা পুলিশ যৌথ ভাবে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতে’র ৫ নেতাকর্মী নিয়মিত মামলা ১০, জিআর ৫, সিআর ৫ সহ বিভিন্ন অভিযোগে ২৬ ব্যক্তিকে আটক করা হয় বলে ওসি আশরাফ হোসেন জানান। আটককৃতরা হলেন, ফরিদ গাজী (৪৯), বাচ্চু গাজী (৪০), খলিল গাজী (৩৬), কালু গাজী (৫০), শরিফুল ইসলাম খোকন (৫৫), আজগর আলী, ছালাম সরদার, শাহিনুর রহমান, মিঠুন ঢালী, জালাল উদ্দীন, মামুন সরদার, রফিকুল সরদার, কামাল সরদার, তাছরুল সরদার, শাহিন সরদার, চান মোড়ল, কাশেম মোড়ল, সামছু গাজী ও মিন্টু। অভিযান পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল (দাকোপ) আব্দুল কাদের বেগ, ওসি আশরাফ হোসেন, ওসি (তদন্ত) আলমগীর কবির, এসআই আবু সাঈদ, এসআই বিশ্বজীৎ অধিকারী, এসআই কাজী মাসুম ও এসআই স্বপন কুমার রায়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(20)