পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ শ্রী মা সারদাদেবীর ১৬৮তম জন্মোৎসব উপলক্ষে পাইকগাছা পৌরসভার নবপল্লী রামকৃষ্ণ সেবাশ্রম এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নবপল্লী সেবাশ্রম চত্বরে সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসি এজাজ শফী।
উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, শিক্ষক দীলিপ দাশ, উৎপল কুমার বাইন, শ্যামাপদ সানা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সুনীল মন্ডল, বিমল কৃষ্ণ সরদার, জীবেশ রায়, সঞ্জিব রায়, নন্দলাল ঘোষ, অরবেন্দু সানা ও সনাতন দাশ।
অনুষ্ঠানে এলাকার শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
(0)