পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির দেলুটী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের দেশী-বিদেশী প্রতিনিধি দল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আইএফআরসি দাতা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার সকালে উপজেলার দেলুটী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ইউডিএমসি ও ডব্লিউ ডিএমসি সদস্যদের সাথে সমন্বয় সভা করেন। এরপর দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা মেরামত কার্যক্রম, প্রশিক্ষণের বিনিময়ে নগদ অর্থ প্রদান, মাসিক উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ও পরিচালক সিপিপি আহমাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহা সচিব সুলতান আহমেদ, পরিচালক এমএ হালিম, সহকারী পরিচালক শাহীনুর রহমান, খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, জুনিয়র সহকারী পরিচালক তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, আমেরিকান রেড ক্রসের নির্বাহী পরিচালক মিসেস রেবেকা স্টেইফিলার, এশিয়ার বিভাগীয় পরিচালক এ্যাকহালা নভরেটিন, আমেরিকান রেড ক্রসের আলী রেজাই, এলিজাবেদ হাচিশন, কন্সটেন্স ওয়ারহফ, রেস্টি লৌ তালামাইয়ান, মালিহা ফেরদাউস, হারুন অর রশিদ, তৌহিদুল ইসলাম দিপু, ইয়াসিফ হাবিব হাসান, বুশরা তৌহিদ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, সহকারী কর্মসূচী কর্মকর্তা শাহাদাৎ হোসেন রানা, সহকারী পরিচালক মামুনার রশিদ ও মুন্সী নূর মোহাম্মদ।
(0)