খুলনার পাইকগাছায় প্রত্যেক শনিবার পশু জবাই নিষিদ্ধ ও মাংসবিহীন দিবস ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পশু জবাইয়ের পূর্বে পরীক্ষা বাধ্যতামূলক এবং প্রতিদিন সকাল ৬টায় পশু জবাইয়ের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, মাংস ব্যবসায়ী আব্দুল খালেক, সবুর হোসেন, জাকির হোসেন, আবুল কালাম ও আয়ুব আলীসহ বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা।
(73)