আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ প্রার্থী বুধবার দিন-ভোর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করে দোয়া ও আশির্বাদ কামনা করেন। এদিন তিনি আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়, এসএমএ মাজেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সোলাদানা ও চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক সুভাষ চন্দ্র রায় ও আ’লীগনেতা পরিতোষ মন্ডলসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার সানা, রমেন্দ্রনাথ মন্ডল, মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সমরেশ ঢালী, ধীরেন্দ্র, কিশোর মন্ডল, নির্মল বৈরাগী, প্রফুল্ল সানা, পরিমল মন্ডল, অপূর্ব রায়, আবুল গফুর বিশ্বাস, আসীম সানা, লতিকা ঢালী, প্রমিতা ব্যানার্জী, গৌরাঙ্গ ঢালী, জুবায়ের হুসাইন, অমিত সরদার, অনুজ কুমার রায়, বিধান চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ হালদার, বুলু রাণী মন্ডল, কৃষ্ণা রায়, জয়দেব কুমার হালদার, জগবন্ধু মন্ডল, যুগোল মন্ডল, খগেন্দ্রনাথ মন্ডল, মোহাম্মদ আলী, মুজিবর রহমান, এসনেয়ারা, নিলিমা, ফজলুল হক শেখ, মালবিকা সরকার, ভাগ্যবতি মন্ডল, বিধান চন্দ্র মন্ডল, কমলেশ প্রমুখ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(10)