জানা গেছে, ঘটনার দিন উপজেলার চেঁচুয়া গ্রামের ব্যবসায়ী হরিপদ মন্ডলের স্ত্রী প্রিয়াংকা মন্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে আসে। ডাক্তারের কক্ষে প্রবেশের পূর্বে তার কাছে থাকা নগদ ৩ হাজার টাকা, ব্যবহৃত মোবাইল, ৭ বছরের শিশু মেয়ে ঐশীর কাছে দিয়ে ডাক্তারের কক্ষে প্রবেশ করে। পরে বেরিয়ে এসে মেয়েটিকে দেখতে পাইনি। এমনকি মোবাইলটিও বন্ধ পায়। পরে লোকজন চারিদিকে ছড়িয়ে পড়ে খোঁজাখুঁজি করতে থাকে। প্রায় ২ ঘণ্টা পর ঘোষাল এলাকার একটি রাস্তা থেকে হরিপদ’র বৃদ্ধা মা শিশুটিকে খুুঁজে পায়। এ ব্যাপারে প্রিয়াংকা মন্ডল জানান, হাসপাতালে অবস্থান করা বোরখাপরা প্রতারক চক্রের এক মহিলা সদস্য শিশু ঐশীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে তার কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ও কানের দুল নিয়ে তাকে একা একা ছেড়ে দেয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)