বিক্ষুদ্ধ এলাকাবাসী মিছিল শেষে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও ওসি আশরাফ হোসেনের সাথে মতবিনিময় করে দু’শিশু হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য গত ২৮/১১/২০১৫ ইং তারিখ উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামের আহাদুল শিকারীর সাড়ে ৩ বছরের শিশু পুত্র আশরাফুল ইসলামের মৃত দেহ প্রতিবেশী হাফিজুল শিকারীর রান্না ঘরের মিডসেফের ভীতর থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহাদুল শিকারী বাদী হয়ে হাফিজুল (৩৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৩০), পিতা জালাল উদ্দীন শিকারী (৫৫) ও মাতা হাফিজা বেগম (৫০) কে আসামী করে থানায় হত্যা মামলা করা হয়। যার নং- ২৬।
অনুরূপ ভাবে একাই এলাকার শফিকুল হাওলাদারে ৬ বছরের শিশু পুত্রকে হত্যা করার অভিযোগে শফিকুলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে হাফিজুল শিকারী, স্ত্রী রহিমা বেগম ও পিতা জালাল শিকারীকে আসামী করে আরেকটি হত্যা মামলা করা হয়। যার নং- ৯, তাং ১/১২/২০১৫।
ইতোমধ্যে থানা পুলিশ মামলার এজহার নামীয় সকল আসামীকে গ্রেফতার পূর্বক জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃতদের মধ্যে আসামী রহিমা বেগম শিশু আশরাফুল হত্যা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
এদিকে মামলা দুটি পথিমধ্যে সিআইডি’তে চলে যায়। রানা ও আশরাফুলের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ মামলা দুটি অদৃর্শ কারণে সিআইডি’তে যায়। যা আমরা অনেক পরে জানতে পারি। তাদের অভিযোগ সিআইডিতে যাওয়ার পর মামলা দুটির তদন্তের কোন অগ্রগতি নাই।
অপরদিকে আশরাফুলের ময়না তদন্ত সম্পূর্ণ হলেও রানার এখনো ময়না তদন্ত সম্পন্ন হয়নি।
এদিকে রোববার দুপুরে অন্যায় প্রতিরোধ কমিটির উদ্যোগে এলাকাবাসী রানা-আশরাফুল হত্যার দ্রুত বিচার, রানার ময়না তদন্ত সম্পন্ন ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে পৌর সদরে বিক্ষোভ মিছিল করে।
মিছিলে উপস্থিত ছিলেন, অন্যায় প্রতিরোধ কমিটির আহবায়ক কমরেড শিশির সরকার, ইব্রাহিম গাজী, দীপক মন্ডল, রানার পিতা শফিকুল হাওলাদার, মা নাসিমা বেগম, আশরাফুলের পিতা আহাদুল শিকারী, মা আসমা বিবি, আকছেদ আলী সানা, ইবাদুল শিকারী ও শাহিদা খাতুন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(7)