পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষে চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুলকান্তি দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, ইউআরসি ইনস্ট্যাক্টর ঈমান আলী, সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন ও আছাদুজ্জামান।
(5)