পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা পর্যায়ে আইন সহায়তা কমিটির সাথে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, উগ্রসহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএসএআইডি প্রোমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাক্টিভিটি এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নাধীন লোকাল পার্টনার রূপান্তর এবং জেলা লিগ্যাল এইড কমিটি এ সভার আয়োজন করে।
উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আলাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, রূপান্তরের পিপিজে প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় ও উপজেলা ফিল্ড অফিসার মোস্তাক হোসেন এবং মাইনুর।
(14)