জানাগেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রাম হতে বাইসারাবাদ স্লুইচগেট পর্যন্ত গৌরাঙ্গ খালী নামে একটি সরকারী পানি সরবরাহের খাল রয়েছে। খালের বিভিন্ন স্থানের দু’ধারে পলি জমে ভরাট হয়ে গেছে। এলাকার স্থানীয় একটি মহল খালের শুরু ও শেষের মাঝ বরাবর কালভার্টের পাশে খাল ভরাটি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
অনেক প্রতিষ্ঠানের কাজ এখনো চলমান রয়েছে। এদিকে সরকারী জায়গা দখল করে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। এব্যাপারে সরেজমিন গেলে আংশিক জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণের কথা স্বীকার করেন অনেকেই। এব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(3)