পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রামের সুধান্য মন্ডলের বাড়ীর সামনে সরকারী রাস্তার পাশে বিশাল আকারের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গত সোমবার একই এলাকার দিজেন্দ্র নাথ মন্ডল ও পরিতোষ মন্ডল তাদের বাড়ীর সামনের রাস্তার পাশ থেকে বিশাল আকারের একটি পাঁপড়া গাছ ব্যক্তিগত কাজে কেটে নিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(4)