পাইকগাছায় একটি মহল সরকারী জমির উপর অবৈধ স্থাপনা নির্মাণের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের মধ্যে হাল ১/১ খতিয়ানের ১৪৬,১৩৯ সহ ১৭ টি দাগে মোট ৪ একর সম্পত্তির মধ্যে ০.৮১ একর সরকারী ভিপি সম্পত্তি রয়েছে।
যার মধ্যে ০.২ শতক জমি ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিস, ০.৪ শতক ইউনিয়ন আ’লীগের কার্যালয় ভোগদখলকার আছেন। বাকী ০.৭৫ একর সম্পত্তি জনসাধারণ ব্যবসায়ীক কাজে ব্যবহার করে আসছেন। উক্ত সম্পত্তির উপর স্থানীয় সবুর সরদার সহ এলাকার কয়েকজন ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে স্থানীয় আ’লীগনেতা কফিল উদ্দীন শেখ সহ এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)