মৃত্যুর আগে উর্মি তার মায়ের উদ্দেশ্যে এভাবেই ২ পৃষ্ঠার চিরকুট লিখে যায়। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করে খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্রী উর্মি। এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, জেএসসি পাশ করার পর খুলনায় একটি ছেলের সাথে বিয়ে হয় উর্মির। পারিবারিক কলহের কারণে সম্পর্কের অবনতি ঘটে দাম্পত্য জীবনে। এক পর্যায়ে পিতৃলয়ে এসে ছেলেটির বিরুদ্ধে মামলা করে আদালতে। মামলা চলমান থাকাবস্থায় উর্মি সিদ্ধান্ত নেয় লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে। মৃত্যুর ৪ মাস আগে সে প্রাইভেট পড়া সূত্রে ভাড়া বাসা নিয়ে পৌর সদরে বসবাস শুরু করে। উর্মির লেখা চিরকুট থেকে বোঝা যায় কলেজে সহপাঠীদের অপমানের জ্বালা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় মেধাবী ছাত্রী উর্মি। এ ব্যাপারে থানার এস,আই স্বপন কুমার রায় জানান, উর্মি মৃত্যুর আগে এ ধরণের একটি চিরকুট লিখে রেখে গেছে শুনেছি। তবে এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। পাশাপাশি তার ময়না তদন্তের ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়া যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(3)