পাইকগাছায় সামাজিক নিরাপত্তা বিষয়ক পৃথক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। সুশীলন শরিক প্রকল্পের সহায়তায় রোববার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর সভাপতিত্বে ও শনিবার সকালে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে লতা এবং ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদারের সভাপতিত্বে দেলুটিতে অনুষ্ঠিত পৃথক ওরিয়েন্টশনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব জাভেদ ইকবাল ও ধীমান মল্লিক। বক্তব্য রাখেন সুশীলন শরিক প্রকল্পের মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ ও আব্দুস সামাদ। অংশগ্রহণ করেন, ইউপি সদস্য ও স্থায়ী কমিটির সদস্যগণ। ওরিয়েন্টশনে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিস্তারিত আলোচনা হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(0)