সংস্থাটি বিশ্ব ব্যাংকের অর্থায়ন ও আইএফসি এর সহযোগীতায় মঙ্গলবার দিনভর “সূর্য্য বাতি, আলো বদলান, ভবিষ্যৎ বদলাবে” প্রতিপাদ্য বিষয়ের উপর টিম-২ উপজেলার সোলাদানার বেতবুনিয়া ও চারবান্দা এলাকায় স্কুল, কলেজ ও উঠান ক্যাম্পেইন করেছে।
পৃথক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রামান্য চিত্র প্রদর্শন ও ধারণা পত্র উপস্থাপনার মাধ্যমে ব্যবহারের উপকারীতা ও সুবিধা তুলে ধরে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো বিদ্যুৎ পৌছাইনি ওই এলাকার মানুষের জীবন মান উন্নয়নে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী সূর্য্য বাতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে ইন্টার স্পীড এ্যাকটিভিশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সৌর সোলার প্যানেল প্রসঙ্গে বলেন, ইহা আকারে বড় হয়ে থাকে, ব্যাটারী চার্জদিতে মাসিক ৯শ এবং বছরে চার্জার লাইট বাবদ ব্যায় হয় সাড়ে ৪ হাজার টাকা। একই ভাবে ব্যাটারীতে পানি দিতে গিয়ে অনেক সময় এ্যাসিড আক্রান্ত হয়। অনুরূপভাবে কূপী বা ল্যাম্প ব্যবহারে সৃষ্ট ধোয়ায় একদিকে শিশুরা শ্বাস কষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
এদিক থেকে সূর্য্য বাতি ব্যবহারে সুবিধা অনেক বেশী। সর্বনিম্ন সাড়ে ৭শ টাকায় পাওয়া যায় উল্লেখ করে বলেন, সাশ্রয়ী মূল্য হওয়ায় সমাজের যেকোন শ্রেণির মানুষ ব্যবহার করতে পারে তাছাড়া আকারে ছোট হওয়ায় যে কোন স্থানে ব্যবহার এবং মেঘলা আকাশেও শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়।
এজন্য পরিবেশ বান্ধব সূর্য্য বাতি ব্যবহারে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিম লিডার বাদশা জয়, এমসি রুহুল আমিন, স্বপ্নীল শাহারিয়ার, হাফিজুর রহমান, শান্ত, জাহিদুল ইসলাম ও মেঘলা।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(36)