পাইকগাছায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মোস্তফাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহত জামেনার ভাই রমজান আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে খুমেক হাসপাতালে পাঠিয়েছে। স্বামী লাঠি দিয়ে আঘাত করলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জামেনার মৃত্যু হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার মৌখালী গ্রামের মোস্তফা ওরফে মানজে গাজী (৪৫) স্ত্রী জামেনা বেগম (৪০) এর নিকট ভাত চাইলে দিতে দেরি হওয়ায় রমজান লাঠিদিয়ে স্ত্রীর উপর আঘাত করলে স্বামীর হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে জামেনা গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। ঘটনার পর দু’দিন বাড়ীতে চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যায় জামেনা মৃত্যু বরণ করলে শনিবার সকালে জামেনার ভাই রমজান আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। এদিন সকালেই থানার ওসি (তদন্ত) আলমগীর কবির ও এসআই আবু সাঈদ অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(9)