পাইকগাছায় হরিণের চামড়া উদ্ধার মামলায় আটক গৃহবধুর স্বীকারোক্তিতে ঘটনার মুল হোতা মামা শ্বশুর বিনয় মন্ডল (৪৫) কে আটক করা হয়েছে। আটক বিনয় উপজেলার কেওড়াতলা গ্রামের ধর্মী মন্ডলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার কুমারেশ ঢালীর স্ত্রী সুরধনী ঢালীকে কুমারেশের বড় ভাই প্রায়ই মারপিট ও নির্যাতন করত। প্রতিশোধ নিতে বিষয়টি সুরধনী তার মামা শ্বশুর বিনয় মন্ডলকে অবহিত করলে ভাসুর রবীনকে শায়েস্তা করতে বিনয়ের বাড়ীতে থাকা একটি হরিণের চামড়া কুমারেশের বাড়ীতে রেখে পুলিশকে খবর দেয়।
পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গত ৯ ডিসেম্বর’১৫ হরিণের চামড়াটি উদ্ধার করে এবং সুরধনী ঢালীকে আটক করে। এ ঘটনায় থানার এস,আই আবু সাঈদ বাদী হয়ে থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করে।
মামলায় গ্রেপ্তারকৃত সুরধনীকে রোববার ও সোমবার দু’দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার মূল হোতা মামা শ্বশুর বিনয় মন্ডলের নাম প্রকাশ করে।
পরে ওসি (তদন্ত) আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বিনয় মন্ডলকে আটক করেন বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(11)