শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে গত ৩ দিনে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্ব-স্ব ইউনিয়ন কমিটির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ ছাড়া নেতৃবৃন্দ পাইকগাছা পৌরসভাসহ উপজেলার সোলাদানা, চাঁদখালী, রাড়–লী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন ও স্থানীয় সুধীজনের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেছেন। এদিকে পৃথক পৃথক অনুষ্ঠানে ইউনিয়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সহ আইন বিষয়ক সম্পাদক এড, অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, উপজেলা সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, উপজেলা নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণকৃষ্ণ দাশ, সুভাষ সানা মহিম, বিমল পাল, অনাথ বন্ধু সরদার, অসিম দাশ, বাবুরাম মন্ডল, পঞ্চানন সানা, বিমল মন্ডল, নির্মল চন্দ্র অধিকারী, অশোক অধিকারী, ব্রজেন ঘোষ, বিধান ভদ্র, জগদীশ দে, দেবব্রত মন্ডল, প্রকাশ বিশ্বাস, বিশ্বজিত সাধু, বিপ্লব সাধু, মধুসুদন হালদার, দিলীপ দাশ, স্বপন দাশ, সুভাষ রায়, দীলিপ সানা, বিকাশ দত্ত, সুধাংশু দাশ, বিকাশ দেবনাথ, পাপ্পু মন্ডল, নব সেন, তনয় সেনসহ ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(7)