পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় একদিনে দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার আলমতলা গ্রামের লোকমান মালি তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলের সাথে বিবাহের আয়োজন করে।
এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সহযোগিতায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ সরেজমিন গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।
এরপর সন্ধ্যায় পৌরসভার বাতিখালী গ্রামে সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। এটিও ইউএনও’র নির্দেশনায় বন্ধ করা হয়। এ সময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে দুই অভিভাবক লিখিত মুচলেকা দেন।
(2)