উল্লেখ্য গোপালপুর গ্রামের দাইপাড়া, শিকারীপাড়া, গাজীপাড়া, সরদারপাড়া, ও সানাপাড়া নিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ড গঠিত। বর্তমান ওয়ার্ডের ভোটার সংখ্যা ৮৩০। যার মধ্যে নারী ৪১৬ ও পুরুষ ৪১৪। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩ প্রার্থী মনোনয়ন দাখিল করলে গত রোববার মারুফা খাতুন প্রার্থীতা প্রত্যহার করে নেয়ার ফলে বর্তমানে চুড়ান্ত প্রার্থী হিসাবে মোঃ আলাউদ্দীন গাজী ও মোঃ বজলুর রহমান প্রতিদ্বন্দীতা করছেন। আলাউদ্দীন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমবায়ী। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
অপরদিকে বজলু ইতোপূর্বে বিএনপি করতেন সাম্প্রতিক সময়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেছেন। প্রতিদ্বন্দী দু’প্রার্থীর মধ্যে শেষ মূহুর্তে সামাজিক ও সমবায়ী হিসাবে আলাউদ্দীন গাজী অনেকটাই বজলুর চেয়ে এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে সাধারণ ভোটাররা মন্তব্য করেছেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(4)