সাতক্ষীরার বিপ্লব ঘোষ হত্যা মামলার প্রধান আসামী জবা খাতুন কে ২ দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ।
পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রোববার শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিজ্ঞ ম্যাজিট্রেট জামসেদুল হক জবার সোম ও মঙ্গলবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য গত ৫/৭/১৫ তারিখে পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদ থেকে থানা পুলিশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের সুকুমার ঘোষের ছেলে বিপ্লব ঘোষের ভাসমান মৃত দেহ উদ্ধার করে।
এ ঘটনায় বিপ্লবের মামা সৌমেন ঘোষ বাদী হয়ে জবা খাতুন, মাছুরা বেগম ও শহীদুল ইসলামকে আসামী করে পাইকগাছা থানায় হত্যা মামলা করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার প্রধান আসামী জবা খাতুন গত ১৮ জানুয়ারী আদালতে আত্মসমর্পন করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিশ্বজিৎ অধিকারী জানান, রিমান্ডে জবার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে তবে সেটা তদন্তের স্বার্থে বলা সম্ভব নয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(13)