পাইকগাছায় ৩ ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বিষয়ক পৃথক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। সুশীলন শরিক প্রকল্পের সহায়তায় বুধবার সকালে কপিলমুনি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর সভাপতিত্বে ও সোমবার সকালে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে গড়ইখালী এবং ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে লস্করে অনুষ্ঠিত পৃথক ওরিয়েন্টশনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হেকমত আলী, মিরাজুল ইসলাম ও আব্বাস উদ্দীন। বক্তব্য রাখেন সুশীলন শরিক প্রকল্পের মাঠ সহায়ক নূরুজ্জামান। অংশগ্রহণ করেন, ইউপি সদস্য ও স্থায়ী কমিটির সদস্যগণ। ওরিয়েন্টশনে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিস্তারিত আলোচনা হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)