খুলনার রাকিব ও সিলেটের শিশু রাজন হত্যার পর এবার পাইকগাছায় আশরাফুল নামে ৩ বছরের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে প্রতিবেশীর রান্না ঘরের মিটসেফ থেকে শিশু আশরাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ পিতা-পুত্র সহ একই পরিবারের ৪ জনকে আটক করেছে। পূর্ব পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। শনিবার দুপুরে হরিণখোলা এলাকায় বর্বরএ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে। নিহত শিশু পুত্র আশরাফুল ইসলাম শিকারী (৩) উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণ খোলা গ্রামের আহাদুল শিকারীর একমাত্র ছেলে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, ঘটনার দিন শনিবার দুপুরে বাড়ীর পাশে খেলা করার সময় নিখোঁজ হয় আশরাফুল। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুজির এক পর্যায়ে বেলা ৩টার দিকে প্রতিবেশি জালাল শিকারীর ছেলে পশু চিকিৎসক হাফিজুর শিকারীর রান্না ঘরের মিটসেফের তাকের মধ্যে শিশু আশরাফুলের মৃতদেহ দেখতে পায়। এ খবর জানতে পেরে ওসি (তদন্ত) আলমগীর কবির এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাফিজুর ও স্ত্রী রহিমা, পিতা জালাল ও মাতা হাফিজাকে আটক করে। এ ঘটনায় নিহত শিশু পুত্রের পিতা আহাদুল শিকারী বাদী হয়ে আটক ৪ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে। যার নং- ২৬ তাং ২৮/১১/১৫। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, আহাদুল শিকারীদের সাথে হাফিজুরদের পূর্বের ছোট খাটো বিরোধ রয়েছে তবে পূর্বের এ বিরোধকে কেন্দ্র করে বর্বরএ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে না। হত্যাকান্ডের পিছনে বৃহৎ কোন কারণ থাকতে পারে প্রাথমিক ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশী প্রচেষ্টা অব্যহত রয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান।