পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানা পুলিশ ৫০ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার চাঁদখালী শাহপাড়া গ্রামের মৃত ইন্তাজ গাইনের ছেলে আব্দুর রশীদ (৬০) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজুলপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সেলিম সরদার (৪৫)।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি জিয়াউর রহমান জানান শনিবার রাত ১১টার দিকে আব্দুর রশিদ তার বাড়ীতে ফেনসিডিল বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে থানার এস আই সুকান্ত কর্মকার, শেখ পলাশ ও মঞ্জুরুল ইসলাম ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ রশীদ ও সেলিম কে হাতে নাতে আটক করে।
এ সময় এর সাথে জড়িত মুল হোতা শাহপাড়া গ্রামের হাজেল গাইনের ছেলে মুকুল গাইন (৪৪)পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।।
(1)