পাইকগাছায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ জুয়াড়ীকে আটক করেছে। আটক জুয়াড়ীদের প্রত্যেকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে থানার এস,্আই আবু সাঈদ আগড়ঘাটা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বিরাশী গ্রামের সামছুর গাজীর ছেলে হাফিজুল (৪০), আমজেদ সরদারের ছেলে সিদ্দিক সরদার (৩৩), মৃত সোবহান জোয়াদ্দারের ছেলে দাউদ জোয়াদ্দার (৪৫), আনসার গাজীর ছেলে মোসলেম গাজী (২৫) ও মালথ গ্রামের মৃত মোফাজ্জেল গাজীর ছেলে সোহেল উদ্দীন গাজী (৪২) কে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেকে ২১ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(0)