আটককৃত দু’যুবক সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর গাংকাটি পাড়া এলাকার রহমত আলী শেখের ছেলে আব্দুল হাকিম (২০) ও একই এলাকার শওকত মীরের ছেলে হাবিব মীর (২০)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে দু’যুবক সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বরইতলা খেয়া ঘাট নামক স্থানে খেয়া পারের জন্য অপেক্ষা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে থানার এসআই আবু সাঈদ ও এসআই মান্নান ফকির অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ব্যাগ ভর্তি ৮০ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দু’যুবককে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান। যার নং- ১০, তাং ১৫/০১/১৬ইং।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(16)