পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটিতে ৮ দলীয় নকআউট মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদককে না বলি, সুশৃঙ্খল জীবন গড়ি প্রতিপাদ্য বিষয়ের উপর ইউনিয়নের অনির্বাণ যুব সংঘ এ টুর্নমেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের মধ্যে বটিয়াঘাটা ফুটবল একাদশকে ২-১ ব্যবধানে পরাজিত করে সোনার বাংলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সাবেক প্রধান শিক্ষক মনোজ কান্তি রায়ের সভাপতিত্বে ও ভোল্টন মন্ডলের সার্বিক তত্বাবধায়নে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাক উদ্দীন, সংগঠনের উপদেষ্টা ডাঃ বিপ্লব কান্তি মন্ডল।
উপস্থিত ছিলেন, ভবানী শংকর রায়, আলহাজ¦ মুজিবর রহমান গাজী, ইউপি সদস্য মঙ্গল মন্ডল, বিনতা সরকার, ডাঃ দীজেন্দ্রনাথ মন্ডল, এসআই ফরহাদ হোসেন, যুবলীগনেতা দীপংকর মন্ডল, ক্লাবের সভাপতি অজয় বিশ্বাস, সম্পাদক সুকল্যাণ সরকার, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, রসুল গাজী, নাজমুল, মনিরুল বিশ্বাস, জয়দেব সরকার, সুজয় মন্ডল, শিব রায়, পঞ্চানন মন্ডল, রাজিব মজুমদার, মোহন সরকার, শংকর সরকার, সাগর, শাওন, সুশান্ত, হিরণ, পল্লব ও প্রশান্ত।
(0)