পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাডঃ শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
প্রধান বক্তা ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিক উজ্জামান অশোক, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, হেমায়েত উদ্দীন, নিরঞ্জন কুমার সরদার।
বক্তব্য রাখেন, তাপস কুমার ব্যানার্জী, রণজিৎ কুমার দে, জিএম আজির উদ্দীন, রফিকুল ইসলাম, কৃষ্ণপদ রায়, সৈকত কুমার ঢালী, সুভাষ চন্দ্র রায়, বিশ্বনাথ মন্ডল, আব্দুল করিম মোড়ল, শাহাজাদা খান, হাফিজুর রহমান, আজিজুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম ও মানবেন্দ্র মন্ডল।
সভায় সর্বসম্মতিক্রমে ফারদীন রায়হান জিতুকে আহবায়ক ও শফিকুল ইসলাম মোড়লকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পৌরসভা কৃষকলীগের এবং শক্তিপদ মন্ডলকে আহবায়ক ও প্রভাষক ইমতিয়াজ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
(19)