পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপীকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইনস্ট্যাক্টর ইমান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, খাদ্য পরিদর্শক গোবিন্দ সরকার, স্বাস্থ্য পরিদর্শক জাহিদুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন ও পাউবো’র উপসহকারী প্রকৌশলী রোমিত হোসেন মনি।
সভায় জ¦রায়ু ক্যান্সার সনাক্ত করা, কমিউনিটি ক্লিনিক মনিটরিং জোরদার ও স্লুইচ গেট ও সরকারী খালে পাউবো’র কর্তৃত্ব নিশ্চিত করা ও ভিজিডি চালের গুণগত মান নিশ্চিত করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
(2)