পাইকগাছা প্রতিনিধিঃ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে পাইকগাছা উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, প্রধান শিক্ষক সেলিনা পারভীন ও তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন।
(5)