পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, থানার এসআই তুষার, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন।
সভায় পবিত্র মাহে রমজানের কারণে বাংলা নববর্ষ উদযাপন কর্মসূচি সীমিত পরিসরে উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় পহেলা বৈশাখের র্যালি করার সিদ্ধান্ত গৃহিত হয়।
(1)