পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। এর আগে ১৭ ডিসেম্বর একই প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার জানান, পূর্বের ন্যায় ঘটনার দিন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
অগ্নিকান্ডে বিদ্যুৎ লাইন বিকল ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়া ছাড়া বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন।
(0)