পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিকদার সাফিকুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ পার্থ প্রতীম দেবনাথ, প্রধান সহকারী সঞ্জিত মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স ফিরোজা খানম। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে অপারেশন থিয়েটারের বিভিন্ন মেশিন, যন্ত্রাংশসহ মূল্যবান জিনিসপত্রসহ পুড়ে ভস্মিভূত হয়। ঘটনার পর থেকে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ থাকায় গত দু’দিন ব্যাহত হচ্ছে সিজারিয়ান রোগীদের সেবা কার্যক্রম। কমিটি প্রধান ডাঃ সিকদার সাফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনার কারণ নির্ণয়, ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্নয় ও সংশ্লিষ্ট কারোর গাফিলতি রয়েছে কি না এ সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটি প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। দু’একদিনের মধ্যে অপারেশন থিয়েটারটি সচল করা সম্ভব হতে পারে বলে তিনি জানান।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা।
(26)