বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে জেলা কমিটি। রবীন্দ্র নাথ রায়কে সভাপতি, তৃপ্তি রঞ্জন সেনকে সাধারন সম্পাদক এবং গৌতম মন্ডলকে কোষাধ্যক্ষ করে আংশিক উপজেলা শাখা কমিটি প্রকাশের পর সর্বশেষ সংগঠনের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত ও সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস পুর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, গত বছরের ১৯ আগস্ট সংগঠনের জেলা কমিটি রবীন্দ্র নাথ রায়কে আহবায়ক ও তৃপ্তি রঞ্জন সেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ঠ উপজেলা আহবায়ক কমিটি গঠন করলে পৌরসভা ও ১০ টি ইউনিয়নে সফল সম্মেলনের মাধ্য কমিটি গঠন সম্পন্ন করে। সর্বশেষ চলতি বছরের ২৮ আগস্ট পৌরসভা কেন্দ্রীয় (বাতিখালী হরিতলা) মন্দির প্রাঙ্গনে উপজেলা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, পৌরসভা ও ১০ ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সকলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রস্তাবিত একটি খসড়া কমিটি জেলা কমিটির নিকট প্রেরন করা হয়। জেলা কমিটি সে অনুযায়ী গত ১ সেপ্টম্বর আংশিক উপজেলা কমিটির অনুমোদন এবং পরবর্তিতে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গুরুদাশ রায়, যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ মন্ডল ও বিমল কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক অখিল মন্ডল, সহ-সাংগঠনিক দিপংকর মন্ডল ও রবি শংকর মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এড. পীযুষ কান্তি সরকার, গণ সংযোগ সম্পাদক চিত্ত রঞ্জন বাছাড়, মহিলা বিষয়ক সম্পাদক অনিতা রানী মন্ডল, দপ্তর সম্পাদক প্রমথ রঞ্জন সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাসেন্দু সরকার, সহ-প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল ও রিংকু রায়। সদস্য হলেন এড. অজিত কুমার মন্ডল, সমীরন কুমার সাধু, অনাথ বন্ধু সরদার, কৃষ্ণপদ মন্ডল, আনন্দ মোহন বিশ্বাস, হেমেশ চন্দ্র মন্ডল, শংকর দেবনাথ, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, এড. চিত্ত রঞ্জন সরকার, এড. প্রধীশ হালদার, জগন্নাথ সানা, আন্দ্রেয় ডি রোজারিও, কালিপদ মন্ডল, কল্লোল মল্লিক, মদন সাধু, বিভাষ রায়, সেবানন্দ রায়, সুকৃতি সরকার, সঞ্জয় সরদার, হিমাদ্রী শেখর দে, ভবতোষ বাছাড়, শিবপদ মন্ডল, ধীরাজ মোহন বিশ্বাস, তৃণনাথ বাছাড়, সুব্রত কুমার সানা, গৌতম রায়, প্রাণতোষ মন্ডল, ডাঃ নিরাপদ কবিরাজ, পরিমল কান্তি শীল, রণজিত কুমার নন্দী, বিপ্লব সাধু, প্রণব কুমার সরদার, অসীম দাশ, দ্বিজেন্দ্র নাথ, প্রশান্ত কুমার মন্ডল (বই), সুভাষ চন্দ্র মন্ডল, দিলীপ কুমার ঢালী, মনতোষ কুমার মন্ডল, স্বপন কুমার মন্ডল।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(3)