পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। করোনাকালীন সময় ও ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্য দিয়েও সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। শেখ হাসিনার মতো দক্ষ প্রধানমন্ত্রী সরকারে থাকায় দেশের উন্নয়ন এবং অর্থনীতিতে নেতিবাচক কোন প্রভাব পড়েনি।
সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা’র উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে চলছে উল্লেখ করে এমপি বাবু বলেন, সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক সরলীকরণ ও প্রশস্থ করা হচ্ছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণে হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান রয়েছে। এলাকার কয়েকটি নদীর উপর ব্রীজ নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ভাঙ্গন রোধ ও স্লুইচ গেট নির্মাণে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এলাকার যানজট নিরসনে উপজেলা সদরে নির্মাণ করা হবে আধুনিকমানের বাস টার্মিনাল। চলমান এসব উন্নয়ন কাজ শেষ হলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে উল্লেখ করে এমপি বাবু বলেন, অবহেলার কারণে কোন ভাবেই যেন সরকারের চলমান এ উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয় এ জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, রেশমা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, শিক্ষক রহমত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ।
আইন শৃঙ্খলা সভায় পৌর সদরের তফেল ঔষধালয়ে মাদক ব্যবসার অধিকতর তদন্ত, রাড়ুলী দক্ষিণপাড়া সার্বজনীন মন্দির নিয়ে সৃষ্ঠ সমস্যার সমাধান, বিরিয়ানী খাবারের মান যাচাই, তরুণ মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মোবাইল কোট বৃদ্ধি, চাঁদখালী বাজারের অবৈধ দখল উচ্ছেদ, গবাদি পশুর অতিরিক্ত খাজনা আদায় নিয়ন্ত্রণ করা, গড়ইখালী ইউনিয়নের সরকারি খাল জনস্বার্থে ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে রাখা, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্র সংলগ্ন এলাকায় মাছ আহরণ বন্ধ করা সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় থানার ওসি রফিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়।
(2)