পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা প্রেসক্লাবের সভাপতিকে মামলার আসামী করার ঘটনায় ওসি’র সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকরা রোববার সকালে নিজ কার্যালয়ে ওসি জিয়াউর রহমানের সাথে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা অবিলম্বে প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাককে মামলা থেকে অব্যাহতি দিতে থানার ওসি’র প্রতি জোর দাবী জানান।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর মন্টু, এসএম বাবুল আক্তার, আবুল হাশেম ও পূর্ণ চন্দ্র মন্ডল।
(0)