বৃহস্পতিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) জাবীদ হাসান, জেলা আ’লীগনেতা ডাঃ শেখ শহীদ উল্লাহ, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু, ষোলআনা সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আলহাজ্ব কাজী আজিজুল করিম, প্রাক্তন অধ্যাপক জামাত আলী, জিএম আজহারুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক ময়নুল ইসলাম।
বক্তব্য রাখেন সকল কাউন্সিলর ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন লোনা পানি কেন্দ্র জামে মসজিদের খতিব মাওঃ রইসুল ইসলাম।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(12)