পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বান্ধব বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কবিতা দাশ, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ, রাফেজা খানম, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহম্মাদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেক জিয়াদুর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্রনাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায়, কনজারভেন্সী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, সড়ক বাতি পরিদর্শক তন্ময় মন্ডল, টিকাদান সুপার ভাইজার ইমদাদুল হক ও কবিতা রানী গাইন। অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করার মাধ্যমে ইউএনও মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
(3)