পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভার সরল বাজারে আবারো চুরির ঘটনা ঘটেছে। পরপর দুটি চুরির ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছে বাজারের ব্যবসায়ীরা।
পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের মিজানুর রহমান সরদার জানান, সরল বাজারের মোড়ে আমার একটি সার কীটনাশকের দোকান রয়েছে। শুক্রবার রাতে বন্ধ করে প্রতিদিনের মতো বাসায় চলে যায় সকালে এসে দোকান খুলে দেখি দোকানের টিনের চাল কেটে সংঘবদ্ধ চোরেরা দোকানে রেখে যাওয়া নগদ অর্থ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গিয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে একই বাজারে প্রকাশ্য দিবালোকে একই স্টাইলে মিজানুরের ছোট ভাই হাবিবুর রহমানের সিমেন্টের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি, তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি জিয়াউর রহমান।
(1)