আসন্ন পাইকগাছা পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী চুড়ান্ত করার পর কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি। দলটির জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল ১০ কাউন্সিলর প্রার্থীর তালিকা ঘোষনা করেছেন। দলীয় কাউন্সিলর প্রার্থীরা হলেন ২ নং ওয়ার্ডের হাতেম সরদার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গাজী আব্দুস সালাম, ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার প্রভাষ মন্ডল, ৫ নং ওয়ার্ডের জিয়াউদ্দীন নায়েব, ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ৭ নং ওয়ার্ডের সেকেন্দার গাজী, ৮ নং ওয়ার্ডের ছাত্রদল নেতা ইমরান সরদার, ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এসএম ইমদাদুল হক, সংরক্ষিত ১নং ওয়ার্ডের সরবানু খাতুন ও সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে সাবেক কমিশনার শহিদা খাতুনকে সমর্থন করে দলীয় প্রার্থী ঘোষনা করেন। এর আগে দলের পক্ষথেকে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারকে মেয়র প্রার্থী চুড়ান্ত করা হয়।
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(9)