মোঃ আব্দুল আজিজ, পাইকগাছাঃ খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, আসন্ন পাইকগাছা পৌরসভা নির্বাচন শতভাগ ফ্রি এবং ফেয়ার হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সৎ এবং দক্ষ কর্মকর্তাদের ওপর নির্বাচনী দায়িত্ব অর্পন করা হয়েছে। ছোট একটি পৌরসভা এখানে কোন অনিয়ম করার সুযোগ থাকবে না। নিচ্ছিদ্র, নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি একটি স্থানীয় নির্বাচন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিবে।
তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি কেউ অসৎ উপায়ে নির্বাচিত হওয়ার চিন্তা করে থাকেন, এ ধরণের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। জনগণের কাছে গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করুন। কারণ ভোটাররাই নির্বাচনের মূল শক্তি। প্রার্থী নির্বাচিত করার অধিকার একমাত্র ভোটাররাই রাখেন। কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি পারস্কপারিক শ্রদ্ধাবোধ রেখে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনকে সহযোগিতা করুন। আমরা উৎসবমূখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেব। তিনি আসন্ন ৩০ জানুয়ারী পাইকগাছা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্রিফিং কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এসএম শফী উল্লাহ বলেন, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্টেট, র্যাব ও পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকবে। ভোটাররা নিবিঘেœ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচনে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য প্রার্থী সহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সোমবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে ও পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক মতবিনিময় ও ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রির্টানিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ন কবির, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ।
(12)