পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি ও নির্বাচনী সুন্দর পরিবেশ বজায় রাখতে মোবাইল কোট পরিচালনা জোরদার করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম সোমবার বিকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৩ মটর সাইকেল চালককে জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার। নির্বাচন কালীন সময়ে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।
(11)