পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা বিএনপি’র নবঘোষিত কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন ব্যবসায়ী রফিকুল ইসলাম।
পৌরসভার ৬নং ওয়ার্ড সরল গ্রামের মৃত কেনাই সরদারের ছেলে কাঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম লিখিত এক বিবৃতিতে জানান, ব্যক্তিগত ভাবে বর্তমানে তার কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নাই। গত ২৪ এপ্রিল খুলনা জেলা বিএনপি কর্তৃক পাইকগাছা পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির ৯নং ক্রমিকে রফি সরদার নাম ব্যবহার করা হয়।
ঘোষিত এ কমিটি বিভিন্ন পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত হলে বিষয়টি রফিকুল ইসলামের নজরে আসে। এতে তার ব্যক্তিগত এবং পারিবারিক ভাবমুর্তি ক্ষুন্ন হয়। বিষয়টি জানতে পেরে ২৬ এপ্রিল বুধবার লিখিত এক বিবৃতিতে ঘোষিত কমিটি থেকে রফিকুল ইসলামের নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি ঘোষিত কমিটির পদ-পদবী থেকে অব্যাহতি চেয়ে স্থানীয় গণমাধ্যমের নিকট লিখিত বিবৃতি প্রদান করেন।
(1)