আসন্ন পাইকগাছা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী সমর্থিত প্রার্থীরা। অপরদিকে জামায়াতের একক প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করলেও বিএনপি’র কোন প্রার্থী এখনো পর্যন্ত প্রচার-প্রচারণা শুরু করেনি। অতি সম্প্রতি নির্বাচনী কাজ শুরু করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন নিয়ে কোন তোড়জোড় নেই জাপা সহ অন্যান্য রাজনৈতিক দলের। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দলমত নির্বিশেষে জনমত জরিপে বর্তমান মেয়র অনেকটাই এগিয়ে রয়েছেন। আওয়ামী মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ সেলিম জাহাঙ্গীর, আপন দু’সহোদর পৌর আ’লীগের আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু ও জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বর্তমান প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এসএম রেজাউল হক। অপরদিকে বিএনপি’র কোন প্রার্থী এখনো পর্যন্ত প্রচার-প্রচারণা শুরু করেনি তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ২ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে এরা হলেন, জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ। ইতোমধ্যে মাঠে ময়দানে না থাকলেও জামায়াতের একক প্রার্থী হিসেবে ছবি সম্বলিত লিফলেট এর মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু করেছেন দক্ষিণ জেলা জামায়াতের বায়তুল মাল-সম্পাদক এ্যাডঃ আব্দুল মজিদ। নির্বাচনের শেষ মূহুর্তে এসে প্রচার-প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম। সম্ভাব্য এসকল প্রার্থীদের মধ্যে আ’লীগের শেখ কামরুল হাসান টিপু ও শেখ আনিছুর রহমান মুক্ত’র বিরুদ্ধে দলীয় অভ্যন্তরীণ কোন্দল জনিত মামলা রয়েছে। অনুরুপ ভাবে জামায়াতের এ্যাডঃ আব্দুল মজিদের বিরুদ্ধে রয়েছে একধিক নাশকতার মামলা। বিগত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী পৌরসভায় বিএনপি, জামায়াত ও জাপার তেমন কোন প্রভাব নেই। সে অনুযায়ী গ্রহণযোগ্য প্রার্থীর তালিকায় আ’লীগের প্রার্থীরা অবস্থান করছে। এদের মধ্যে বিগত ৫ বছরে গ-শ্রেণীর পৌরসভাকে খ-শ্রেণীতে উন্নতি করণ ও পৌরসভার অভূত পুর্ব উন্নয়ন সাধন এবং ক্লিনইমেজের ব্যক্তি হিসেবে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর অনেকটাই এগিয়ে রয়েছেন বলে সরল খাঁ স্মৃতি সংঘের সভাপতি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বয়াতি আব্দুল মজিদ জানান।