পাইকগাছা পৌরসভা নির্বাচনে আ’লীগ, বিএনপি ও জামায়াতের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দীতা করলেও নির্বাচনে একমাত্র প্রার্থীই জাতীয় পার্টির ভরসা। দলটির পক্ষথেকে কাউন্সিলর পদে ২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শারমিন সুলতানার মনোনয়ন বাতিল হওয়ায়, বর্তমানে দলের একমাত্র প্রার্থী হিসাবে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন প্রার্থী সিরাজুল ইসলাম।
উল্লেখ্য দুই যুগ আগে দলটির ভাল অবস্থান থাকলেও ৯০ পরবর্র্তি সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ইমেজ সংকটে পড়ে দলটি। ধীরে ধীরে দলের নেতাকর্মীরা বিভিন্ন দলে যোগদান ও অধিকাংশ নেতাকর্মীরা নিস্ক্রীয় হয়ে পড়ায় বর্তমানে এক সময়ের জনপ্রিয় এ দলটি রাজনৈতিক ভাবে মহা সংকটে পড়েছে। আর এ জন্যই আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী থেকে শুরু করে ১২টি পদের বিপরীতে কোন প্রার্থী দিতে পারেনি জাতীয় পার্টি। এবারের নির্বাচনে একমাত্র কাউন্সিলর প্রার্থী শেষ ভরসা সিরাজুল ইসলাম। সংশ্লিষ্ট ওয়ার্ডে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(12)