পাইকগাছা পৌর নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করতে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। দলটি ইতোমধ্যে মেয়র প্রার্থী চুড়ান্ত করলেও এখনো পর্যন্ত কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করতে পারেনি। এদিক থেকে এগিয়ে রয়েছে ২০ দলীয় জোটের প্রধান বিএনপি। দলটি মেয়র প্রার্থী থেকে শুরু করে দলীয় ১০ কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করে তাদের নামের তালিকা মিডিয়ায় প্রকাশ করেছে। উল্লেখ্য বিগত নির্বাচনে মেয়র বাদে অধিকাংশ বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়। আসন্ন নির্বাচনে জামায়াত, বিএনপি’র হেভিওয়েট ও গ্রহণযোগ্য প্রার্থী না থাকায় এ বার ও মেয়র পদটি ক্ষমতাসীন দলের অনুকূলে থাকবে বলে অনকেটাই সম্ভ্যবনা রয়েছে। এক্ষেত্রে দলটির কাউন্সিলর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে এখনো পর্যন্ত দলের পক্ষথেকে তেমন কোন পদক্ষেপ বা তৎপরতা দেখা যায়নি। দলীয় কর্মী সমর্থকদের ধারণা অনেক ওয়ার্ডেই দলীয় প্রার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভ্যবনা রয়েছে। তবে এই মূহুর্তে প্রার্থী চুড়ান্ত করে তাদের পিছনে দলের পক্ষথেকে সর্বাত্বক প্রচেষ্টা চালাতে হবে। আর শেষ মূহুর্তে সেটা যদি সম্ভব হয় তাহলে বিগত নির্বাচনের চেয়েও অধিক প্রার্থী নির্বাচিত হতে পারেন বলে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা জানান। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক জানান, ইতোমধ্যে দলীয় একক মেয়র প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলর প্রার্থীদের বিষয়টি দলীয় ভাবে চুড়ান্ত করা হবে বলে ক্ষমতাসীন দলের স্থানীয় এ সংসদ সদস্য জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(13)