পাইকগাছা পৌর নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী মেয়র সেলিম জাহাঙ্গীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। উল্লেখ্য সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার গভীর রাতে দলীয় প্রার্থী হিসাবে সেলিম জাহাঙ্গীর চুড়ান্ত হয়। এর আগে জেলা মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র কে প্রার্থী হিসাবে মনোনিত করে কেন্দ্র বরাবর তালিকা পাঠায়। বুধবার সকালে দলীয় সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যায়ন পত্র পাওয়ার পর সর্ব প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি দলীয় প্রার্থী হিসাবে মনোনিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধান মন্ত্রীর স্বাক্ষরিত প্রত্যায়ন পত্র আমার জন্য বড় পাওয়া। প্রধান মন্ত্রী ও মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তে দলীয় নেতাকর্মী ও পৌর বাসীর প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে তিনি পূণরায় নির্বাচিত হয়ে প্রধান মন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় নিজেকে সামিল করে খ শ্রেণীর পৌরসভাকে ক শ্রেণীতে উন্নতি করণ সহ মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রধান মন্ত্রীর পাশাপাশি প্রধান মন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মশিউর রহমান স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, জেলা আ’লীগের সভাপতি শেখ হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা এমপি, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও পৌর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, সহ-সভাপতি এসএম রেজাউল হক, শেখ আব্দুস সাত্তার, যুবলীগনেতা শেখ সেলিম উল্লাহ, শেখ মাসুদুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, পবিত্র মন্ডল, দেবব্রত কুমার, বাবুল আখতার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, নজরুল গোলদার ও শেখ রাজু আহম্মেদ।