পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌর সদরে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে হক মার্কেটের মাইশা মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক রবিউল ইসলাম হক জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। এরপর ১২টার দিকে লোকজন বাসায় গিয়ে দোকানে আগুন লেগেছে বলে খবর দেয়। তাৎক্ষনিকভাবে বাসা থেকে ছুটে এসে অনেকক্ষন চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই।
ব্যবসায়ী রবিউল হক জানান, আগুন সবখানে ছড়িয়ে পড়তে না পারলেও আগুনে নগদ অর্থ ও অন্যান্য মালামাল সহ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এ বিষয়ে দোকান মালিক সহ মার্কেটের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে আগুন লাগার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
(2)