পাইকগাছা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সৃজনশীল বাংলাদেশ গড়ার আন্দোলনকে ত্বরাম্বিত করার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আওতায় সোমবার সকাল ৯টায় উপজেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আবৃত্তি, শিশুতোষ, মুক্তিযুদ্ধ/দেশাত্মবোধক, রবীন্দ্র/নজরুল, সাধারণ নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যের আয়োজন করা হয়েছে। আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন ও সমাজ সেবা অফিসার দেবাশিস সরদার জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)